ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে বিনামূল্যে ঠোঁটকাটা-পোড়া রোগীর প্লাস্টিক সার্জারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
সিলেটে বিনামূল্যে ঠোঁটকাটা-পোড়া রোগীর প্লাস্টিক সার্জারি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে ১০ দিনব্যাপী প্লাস্টিক সার্জারি ক্যাম্প শুরু হচ্ছে ২ নভেম্বর থেকে। স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ক্লাব অব জালালাবাদ আয়োজিত ‘রোটাপ্লাস্ট মিশন-২০১৬’ নামে এই চিকিৎসা সেবায় আমেরিকা থেকে আগত স্বেচ্ছাসেবী চিকিৎসকরা অস্ত্রোপচার করবেন।

এতে ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়া রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে।

রোববার (৩০ অক্টোবর) সিলেট নগরীর মানিকপীর (র.) সড়কে ক্লাবের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে বিস্তারিত তুলে দরেন জালালাবাদ রোটারি হাসপাতালের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ও রোটাপ্লাস্ট-২০১৬ এর প্রধান সমন্বয়ক পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী।

তিনি বলেন, আগামী ১ নভেম্বর সিলেটে আমেরিকার বিশেষজ্ঞ চিকিৎসক, নার্সরা আসবেন। ২ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী এ ক্যাম্পে প্লাস্টিক সার্জারি করা হবে। এ কার্যক্রম চলবে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে।

‘বুধবার (০২ নভেম্বর) দিনভর সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিকভাবে রোগী বাছাই করা হবে। এর আগে প্রতিদিন টেলিফোনে কিংবা সশরীরে উপস্থিত হয়ে নাম নিবন্ধন করা যাবে। ’

ডা. মঞ্জুরুল হক বলেন, প্রায় একমাস ধরে ওই হাসপাতালে রোগীদের নিবন্ধন চলছে।   চলবে ১ নভেম্বর পর্যন্ত।  

তৃতীয়বারের মতো আমেরিকার এ চিকিৎসক টিম সিলেটে আসছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে রোটারি ক্লাব অব জালালাবাদের ডিস্ট্রিক্ট গভর্নর শহীদ আহমেদ চৌধুরী ও অ্যাডভোকেট সৈয়দ মুজাক্কির উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।