ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিনামূল্যে বোনম্যারো পরিবর্তনের ব্যবস্থা করছে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুন ৫, ২০১৬
বিনামূল্যে বোনম্যারো পরিবর্তনের ব্যবস্থা করছে সরকার

ঢাকা: দুস্থদের জন্য সরকার বিনামূল্যে বোনম্যারো পরিবর্তনের ব্যবস্থা করছে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

 

রোববার (৫ জুন) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এদিন ঢামেক হাসপাতালের হেমাটোলজি বিভাগের বোনম্যারো ট্রান্সপ্লানটেশন কার্যক্রমের দুই বছরপূর্তি উপলক্ষে বক্তব্য রাখেন নাসিম।

তিনি বলেন, সরকার দুস্থদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করেছে। বোনম্যারো ট্রান্সপ্লানটেশনের মাধ্যমে মৃত্যু পথযাত্রী মানুষকে বাঁচিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। সরকার চেষ্টা করছে দুস্থ মানুষ যেনো বিনামূল্যে এ সেবা পায়।

এসময় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হেমাটোলজি বিভাগের অধ্যাপক এম এ খান জানান, ২০১৪ সালের ১০ মার্চ ঢামেক হাসপাতালে প্রথম বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন করা হয়। গত দুই বছরে এখান থেকে ২১ জন রোগী চিকিৎসা নিয়েছেন এবং তারা সবাই সুস্থ রয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বশেষ চিকিৎসা নেওয়া চুয়াডাঙ্গা এম এ জোহা ডিগ্রি কলেজের প্রভাষক মো. নূর সালাম সিদ্দিকী।

এছাড়াও ঢামেক হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল মিজানুর রহমান, চিকিৎসক নেতা ডা. ইকবাল আর্সালান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
এজেডএস/এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।