ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নিজের বাবা-মায়ের মতোই সেবা দিতে হবে চিকিৎসকদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুন ১, ২০১৬
নিজের বাবা-মায়ের মতোই সেবা দিতে হবে চিকিৎসকদের

ঢাকা: নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের গ্রামের মানুষকে নিজের বাবা-মায়ের মতো সেবা দিতে বললেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।

বুধবার (১ জুন) সকালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে ৩৪তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডাদের প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, গ্রামে এখন বিদ্যুৎ যোগাযোগসহ সব ধরনের আধুনিক ব্যবস্থা রয়েছে। শহরের পদায়নের জন্য কোনো তদবির চলবে না। শুধু স্বামী-স্ত্রী একই সঙ্গে পদায়ন ছাড়া অন্য কোনো তদবির গ্রহণ করা হবে না।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুন ০১, ২০১৬
এমএন/এমজেডআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।