ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের বিজয় র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মে ৩০, ২০১৬
সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের বিজয় র‌্যালি

সাতক্ষীরা: কারিগরি শিক্ষাবোর্ড থেকে পাশ করা শিক্ষার্থীদের সরকার-বেসরকারি চাকরিতে সম-অধিকার দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিজয় র‌্যালি করেছেন মেডিকেল টেকনোলজিস্টরা।

সোমবার (৩০ মে) সকালে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ সাতক্ষীরা শাখার সদস্যরা সদর হাসপাতালের সামনে থেকে র‌্যালিটি বের করেন।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়।

সংগঠনের সাতক্ষীরা শাখার সভাপতি আব্দুর রহমানের নেতৃত্বে সহ-সভাপতি জবিরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হান্না, সহ-সভাপতি পবিত্র মণ্ডল, সাধারণ সম্পাদক মিলন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় কুমার, সাংগঠনিক সম্পদাক সৌমেন জোয়াদ্দার, অর্থ সম্পাদক রুহুল আমিন, আল মাহমুদ, আশিক, বাবলা, মুন্না, নাহিদ, মিলন হোসেনসহ সাতক্ষীরায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা অংশ নেন। এসময় তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মে ৩০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।