ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে চক্ষু চিকিৎসা ক্যাম্প

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মে ২৫, ২০১৬
মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে চক্ষু চিকিৎসা ক্যাম্প সংগৃহীত

ঢাকা: নেত্রকোনার মোহনগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে চার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন।

বুধবার (২৫ মে) তৃতীয়দিন পর্যন্ত প্রায় ৫০০ রোগীর চক্ষু অপারেশন এবং ৬ হাজারের বেশি রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

এই ক্যাম্প শেষ হচ্ছে বৃহস্পতিবার (২৬ মে)। প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসানের উদ্যোগে এই চক্ষু স্বাস্থ্য সেবা ক্যাম্প চালু হয়।

সাজ্জাদুল হাসান জানান, এলাকাবাসীর জন্য নিয়মিতভাবে স্বাস্থ্যসেবার ব্যবস্থা তিনি চালু রাখবেন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. দীন মোহাম্মদ নুরুল হকসহ বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞরা এতে অংশ নেন।

বাংলাদেশ সময: ১৯০৩ ঘণ্টা, মে ২৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।