ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউ’র নতুন উপ-উপাচার্য (শিক্ষা) জাকারিয়া

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
বিএসএমএমইউ’র নতুন উপ-উপাচার্য (শিক্ষা) জাকারিয়া

ঢাকা: ডা. এ এস এম জাকারিয়াকে (স্বপন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (শিক্ষা) নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও চর্ম ও যৌনব্যাধি বিভাগের অধ্যাপক।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর তাকে বৃহস্পতিবার (২১ এপ্রিল) তিন বছরের জন্য নিয়োগ দেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব খান মো. নুরুল আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া (স্বপন) ১৯৬৪ সালের ২ এপ্রিল ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ১৯৯৩ সালে তিনি এমপিএইচ এবং ১৯৯৯ সালে এমডি ডিগ্রি লাভ করেন।

অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া (স্বপন) স্বাচিপ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং স্বাচিপ-এর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।