ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
বগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সদর উপজেলার নামাজগড় এলাকায় অবস্থিত স্বদেশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে ওই প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

সুলতান টাওয়ারের কর্ণধার নুরুন নবী বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সাজিল আহমেদ টিপু।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা আতাউর রহমান আতা, ‘এসো গড়ি’ প্রতিষ্ঠানের পরিচালক আনিছুর রহমান দুলাল, শিকারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম পিন্টু, ডা. হাসিনা আক্তার রেখা, সৈয়দ জাকির আহমেদ পিটু, আ ন ম মামুনুর রশিদ, মঈনুল ইসলাম উজ্জ্বল ও অ্যাডভোকেট ইয়াকুব আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এমবিএইচ/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।