ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউ’তে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা ৫ মার্চ

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
বিএসএমএমইউ’তে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা ৫ মার্চ

ঢাকা: গত ১২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ৩২১জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ৫ মার্চ থেকে শুরু হবে। চলবে ১০ মার্চ পর্যন্ত।



সোমবার (২৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্ধারিত দিনে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অফিস কক্ষে (কক্ষ নং-১২৩, ২য় তলা, ব্লক-বি) পরীক্ষা অনুষ্ঠিত হবে, জানানো হয়।

মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সব সনদ, নম্বরপত্র সঙ্গে আনতে হবে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সরকার প্রদত্ত মুক্তিযোদ্ধার মূল সনদ সঙ্গে রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।