ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

আর্থ্রাইটিস-কোলেস্টেরলের সহজ সমাধান মধু ও দারুচিনি

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আর্থ্রাইটিস-কোলেস্টেরলের সহজ সমাধান মধু ও দারুচিনি

ঢাকা: মধু ও দারুচিনির মিশ্রণ বিভিন্ন রোগের ওষুধ হিসেবে কাজ করে। ভেষজ এ উপাদান দু’টি প্রাকৃতিকভাবে দূর করে আর্থ্রাইটিসের সমস্যা, কোলেস্টেরল কমায়, সাইনোসাইটিস নিরাময় করে ও ওজন কমায়।



রোগ দূর করতে এ মধু ও দারুচিনি দিয়ে তৈরি ঘরোয়া কয়েকটি টোটকা জেনে নেওয়া যাক-

আর্থ্রাইটিস
•     মধু- ২ চা চামচ
•     গরম পানি- ১ কাপ
•     দারুচিনি গুঁড়া- ১ চা চামচ

প্রতিদিন অন্তত দু’বার এ মিশ্রণটি পান করুন। প্রতিদিন খেলে দীর্ঘমেয়াদি আর্থ্রাইটিস থেকে সুরক্ষা পাওয়া যাবে।

কোলেস্টেরল
•     চায়ের লিকার- ১৬ আউন্স
•     দারুচিনি গুঁড়া- ২ চা চামচ
•     মধু- ২ টেবিল চামচ

এই মিশ্রণটি পান করার দুই ঘণ্টার মধ্যে কোলেস্টেরলের মাত্রা অন্তত ১০ শতাংশ কমে যাবে।

সাইনোসাইটিস
•     মধু- ১ টেবিল চামচ
•     দারুচিনি গুঁড়া- ১/৪ চা চামচ

মধু একটু গরম করে নিন। দারুচিনি গুঁড়া মিশিয়ে খান। তিনদিন নিয়মিত খেলে মাথাব্যথা, বন্ধ নাক ও কফের সমস্যা অনেকাংশে কমে যাবে।
 
ওজন হ্রাস
•     গরম পানি
•     মধু
•     দারুচিনি

গরম পানিতে দারুচিনি গুঁড়া দিন। নেড়ে ১৫ মিনিট ঢেকে রাখুন। এবার মধু মেশান।

এ মিশ্রণটি সকালে ১/২ গ্ল‍াস ও রাতে ঘুমানোর আগে বাকি ১/২ গ্ল‍াস পান করুন। দ্রুত ফল পাবেন।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।