ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ওষুধ উৎপাদনে অনিয়মে শেলটনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
ওষুধ উৎপাদনে অনিয়মে শেলটনকে জরিমানা

ঢাকা: ওষুধ উৎপাদনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে শেলটন ফার্মাসিউটিক্যালসকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ঢাকার সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় প্রতিষ্ঠানটির ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে রোববার (১৩ ডিসেম্বর) এ জরিমানা করেন ৠাবের ভ্রাম্যমাণ আদালত।

বিকেল সাড়ে ৩টায় বিষয়টি বাংলানিউজকে জানান ৠাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

তিনি জানান, অভিযান চালিয়ে শেলটনের ম্যানেজার আমজাদ হোসেনকে (৬০) আটক করা হয়। এসময় লাইসেন্সের শর্ত না মানায় এবং ওষুধ উৎপাদনে বিভিন্ন অনিয়ম করায় কারখানাটির প্রতিনিধি হিসেবে আমজাদকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ওই কারখানাকে অনিয়ম বন্ধে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। বেঁধে দেওয়া সময় অতিবাহিত হওয়ার পর কারখানা পরিদর্শন করা হবে। পরিদর্শনে অনিয়ম দেখা গেলে এটি সিলগালা করে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫/আপডেট ১৮১৯ ঘণ্টা
এনএইচএফ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।