ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিওমেক’র ৬ দাবি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
সিওমেক’র ৬ দাবি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ( ফাইল ফটো )

সিলেট: সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের ৬টি দাবিসহ বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বুধবার (০৯ ডিসেম্বর) বেলা ১টায় হাসপাতালের সেমিনার কক্ষে ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে একথা জানান তিনি।



এছাড়া হাসপাতালের সেবার মানোন্নয়নের তাগিদ দিয়ে অর্থমন্ত্রী বলেন, চিকিৎসাসেবার উন্নতি হলে রোগীরা উপকৃত হবেন।

অর্থমন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।   

ওসমানী হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল আব্দুস সবুর মিয়ার সভায় স্বাগত বক্তব্য দেন। সভায় আরও বক্তব্য রাখেন- ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুর্শেদ আহমদ চৌধুরী,  জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি একে আব্দুল মোমেন, মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান, সিলেটের জেলা প্রশাসক  মো. জয়নাল আবেদীন, হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আব্দুস ছালাম, ডা. গৌর মনি সিনহা, অধ্যাপক ডা. দেওয়ান আলী হাসান চৌধুরী, অধ্যাপক ডা. নাহিদ, ডা. নাসিম আহমদ, অধ্যাপক ডা. নুরুল আলম, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, অধ্যাপক ডা. রোকন উদ্দিন আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এনইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।