ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউ’তে চালু হচ্ছে জরুরি মেডিসিন শাখা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
বিএসএমএমইউ’তে চালু হচ্ছে জরুরি মেডিসিন শাখা

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগের অধীনে রোগীদের সুবিধার্থে জরুরি মেডিসিন শাখা চালু করা হচ্ছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

এ সময় উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. আসাদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মজিদ ভূঁইয়া, ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল জলিল চৌধুরী, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জিলন মিঞা সরকার, বারডেম’র বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. হুমায়ুন কবীর প্রমুখ।

সভায় বলা হয়, হাসপাতালে রোগীদের চাপ বাড়ছে। সেই লক্ষ্যে ইন্টারনাল মেডিসিন বিভাগের অধীনে জরুরি মেডিসিন শাখা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন এ বিষয়ে বিস্তারিত পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে সকালে অ্যাসোসিয়েশন অব থেরাপিউটিক কাউন্সিলরস’র বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে।

উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, শিশুদের মন বুঝতে হবে, তাদের গড়ে তোলার দায়িত্ব সবার। এক থেকে দশ বছরের মধ্যেই শিশুদের মূল বিকাশ হয়ে থাকে। এ সময়ে শিশুদের আচার-আচরণ, মন-মানসিকতা মা-বাবা, শিক্ষক, চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে গুরুত্বের সঙ্গে বুঝতে হবে। মনোরোগ বিশেষজ্ঞ এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের শিশুসহ সবাইকে সঠিকভাবে চেনা ও জানার বিষয়টি রপ্ত করতে হবে। তবেই তারা এ বিষয়ে চিকিৎসাসহ গুরুত্বপূর্ণ সেবা দেওয়ার কাজটি সহজে করতে পারবেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  বিএসএমএমইউ’র শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ’র ডিরেক্টর অধ্যাপক ডা. এম এ হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহীন ইসলাম।

বাংলাদেশ সময় ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এমএন/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।