ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সরকারি হাসপাতালে স্তন ক্যান্সার কর্নারের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
সরকারি হাসপাতালে স্তন ক্যান্সার কর্নারের দাবি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের প্রতিটি জেলা ও উপজেলা সরকারি হাসপাতালে ব্রেস্ট ক্লিনিক কর্নার খোলার দাবি জানিয়েছে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম।
 
শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ দাবি জানায় বেসরকারি সংগঠনটি।

 
 
তাদের দাবি, সামান্য খরচে সরকারিভাবে উপজেলা পর্যায়ের সব হাসপাতালে স্তন ক্যান্সারের প্রাথমিক চিকিৎসা এবং রোগ নির্ণয় সম্ভব। সরকার উদ্যোগ নিলেই এর সুফল পাবে মানুষ।
 
স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেসে বিশেষজ্ঞদের দাবি, সচেতনতা সৃষ্টি করে জেলা ও উপজেলা পর্যায়ের স্তন ক্যান্সার কর্নারে রোগ শনাক্ত করা ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে আগামী ৫ বছরেই স্তন ক্যানার ও জরায়ূর মুখের ক্যান্সার প্রতিরোধে বিপ্লব সম্ভব হবে।
 
মিট দ্য প্রেসে বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের সমন্বয়ক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, ক্যান্সার ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোমোয়াররফ হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাবেরা খাতুন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্তন ক্যন্সার বিশেষজ্ঞ প্রফেসর ড. আশরাফুন্নেসা।

ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, সরকার উদ্যোগ নিলে খুব কম খরচে স্তন ক্যান্সারের চিকিৎসা দেওয়া সম্ভব। বর্তমানে স্তন ক্যান্সার রোগীরা এক শ্রেণির চিকিৎসকদের কাছে জিম্মি হয়ে আছেন। যেখানে সরকারি হাসপাতালে ১৫ হাজার টাকায় প্যাকেজে অপারেশন করা যায় এবং অন্যান্য খরচসহ মোট ৪০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকার মধ্যেও অপারেশন সম্ভব, সেখানে এক লাখ টাকার নিচে রাজধানীতে কোনো অপারেশন হয় না।
 
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্তন ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ড. আশরাফুন্নেসা বলেন, দেশের ৬৪ উপজেলা সদর এবং ২০০ উপজেলা সদরে একটি করে সিবি সেন্টার খোলা হয়েছে। সেখানে রোগীরা চিকিৎসা নেওয়া শুরু করেছেন। এখন প্রয়োজন নারীদের সচেতনতা।
 
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসএমএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।