ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নীলফামারীতে প্রতিবন্ধিতা ও করণীয় শীর্ষক আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
নীলফামারীতে প্রতিবন্ধিতা ও করণীয় শীর্ষক আলোচনা সভা

নীলফামারী: প্রতিবন্ধিতা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে শহরের মিডিয়া হাউজে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ কমিউনিটি প্রোগ্রামের আয়োজনে এবং কুষ্ঠ ও সাধারণ প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন নীলফামারী শাখার বাস্তবায়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক।

স্থানীয় সাংবাদিক আব্দুল বারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ কমিউনিটি প্রোগ্রাম প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক দেলওয়ার হোসেন, কমিউনিটি প্রকল্পের ডিস্ট্রিক ডেভেলপমেন্ট সুপারভাইজার (ডিডিএস) জিতেন্দ্র নাথ ঋষি, কমিউনিটি ডেভলপমেন্ট ফেসিলেটর (সিডিএফ) খোকন রায় ও শেফানুয়েল এবং কুষ্ঠ ও সাধারণ প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন নীলফামারীর সভাপতি জিকরুল হক প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, কুষ্ঠ রোগী ও প্রতিবন্ধীদের সব ধরনের প্রতিবন্ধিতা দূর করা হলে তারাও দেশ ও জাতির জন্য বিশেষ ভূমিকা রাখবে। এজন্য সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।