ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ‘নিরাপদ পুষ্টিকর খাবার, সুস্থ জীবনের অঙ্গীকার’ এ স্লোগানকে সামনে রেখে বিভাগীয় শহর বরিশালে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস।  

দিবসটি উপলক্ষে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নগরীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।



বরিশাল জেলা সিভিল সার্জন ও সিটি কর্পোরেশনের যৌথ আয়োজনে মঙ্গলবার সকাল ৯টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর ব্রাউন কম্পাউনস্থ বিভাগীয় স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে শেষ হয়।

পরে সেখানে বরিশাল জেলা সিভিল সার্জন ডা. এ টি এম মিজানুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আ. ওহাব। উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য’র উপ পরিচালক ডা. আব্দুল করিম, সহকারী পরিচালক ডা. বাসুদেব কুমার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।