ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নব দম্পতিদের রেলভ্রমণ ফ্রি নয়, মন্ত্রীর খরচে (সংশোধিত)

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
নব দম্পতিদের রেলভ্রমণ ফ্রি নয়, মন্ত্রীর খরচে (সংশোধিত) রেলমন্ত্রী মুজিবুল হক

ঢাকা: ‘নতুন বিয়ে করলে ট্রেনের টিকেট ফ্রি’ বাংলানিউজে প্রকাশিত এমন একটি খবরের সংশোধনী দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

বাংলানিউজে টেলিফোন করে তিনি জানিয়েছেন, ফ্রি নয়, নবদম্পতিকে ট্রেনে ভ্রমণের খরচ তিনি নিজে দেবেন।



রেলমন্ত্রী বলেন, আমি নবদম্পত্তিদের উদ্দেশ্যে বলছি, যে কেউ নতুন বিয়ে করে ট্রেনে ঘুরতে চাইলে সারাদিন ঘুরবেন, তাদের টিকিটের খরচ আমি বহন করবো।
তিনি বলেন, মূলতঃ সাধারণ মানুষকে রেলভ্রমণে উৎসাহিত করতেই আমি এই কথা বলছি।

বুধবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর বনানীতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী।

এসময় মন্ত্রী তার বক্তৃতায় অনেকটা ঠাট্টাচ্ছলেই বলেন, ‘কোনো নবদম্পত্তি আমার কাছে আসলে আমার পকেটের টাকায় টিকিট কেটে তাদের ফ্রি ভ্রমণের সুযোগ করে দিতে পারি। ’

এই নিয়েই বাংলানিউজে ‘নতুন বিয়ে করলে ট্রেনের টিকেট ফ্রি’ শিরোনামে খবর প্রকাশিত হয়।

পরে মন্ত্রী টেলিফোনে জানান, ট্রেনের টিকিট ফ্রি দেওয়ার সুযোগ নেই, আমি বলছি, আমি নিজেই তাদের টিকিটের খরচ দেবো। নবদম্পত্তিরা সেভাবেই ফ্রি ভ্রমণ করবেন।

‘তবে এই বক্তব্যের উদ্দেশ্য সকলকে ট্রেন ভ্রমণে উৎসাহ দেওয়া,’ বলেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

** নতুন বিয়ে করলে ট্রেনের টিকেট ফ্রি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।