ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

দেশে প্রথমবার ভয়েস কলের মাধ্যমে পুষ্টিসেবা চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
দেশে প্রথমবার ভয়েস কলের মাধ্যমে পুষ্টিসেবা চালু ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুষ্টিসেবা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশে প্রথমবারের মতো চালু হলো মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহকের কাছে ‘ভয়েস কল’ পৌঁছানোর কার্যক্রম। সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে চার কোটি মোবাইল ফোন গ্রাহকের কাছে এ সেবা পৌঁছাবে।



বুধবার (১৮ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ ‘ভয়েস কল’ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

বুধবার (১৮ মার্চ) ১১টা ৫৯ মিনিট থেকে পুষ্টিসেবা সম্পর্কিত বার্তা জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কণ্ঠে ভয়েস কলের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছানো শুরু হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, পুষ্টির এ বার্তা গণসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভবিষ্যতে গ্রাহকের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, স্পিকার শিরীন শারমিনের কণ্ঠে তিনটি বার্তা গ্রাহকদের মোবাইল ফোনে পৌঁছাবে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের ০১৫১৩-৪৫৬৭৮৯ নম্বর থেকে পুষ্টি বার্তাটি সবার কাছে পৌঁছে যাবে।

বার্তা তিনটি হলো, জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে মায়ের দুধ খাওয়ান, শিশু জন্মের ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ এবং দুই বছর বয়স পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি খাবার খাওয়ান।

দ্বিতীয় বার্তা হলো, গর্ভধারণের প্রথম দিন থেকে প্রসবের ৯০ দিন পর্যন্ত প্রতিদিন একটি করে আয়রন ফলিক এসিড বড়ি খাবেন।

তৃতীয় বার্তা হলো, পুষ্টিজনিত যেকোনো প্রয়োজনে কমিউনিটি ক্লিনিক বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রের সেবা নিন।

জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান ও ইউনিসেফের সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর এ পদক্ষেপ নিয়েছে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালকুদার, কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব ডা. মাখদুমা নার্গিস, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. আলমগীর আহমেদ সহ আরও অনেকে।  

বাংলাদেশ সময়:  ১২৪০/১৫০৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।