ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

‘৫০ লাখ টাকার যন্ত্রের প্রাক্কলিত ব্যয় ৩ কোটি টাকা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
‘৫০ লাখ টাকার যন্ত্রের প্রাক্কলিত ব্যয় ৩ কোটি টাকা’

ঢাকা: ‘চিকিৎসকরা অনেক সময় হাসপাতালের যন্ত্রপাতি কিনতে গিয়ে মূল্য নির্ধারণে দুর্নীতিগ্রস্থদের চাপে থাকেন। এ কারণে ৫০ লাখ টাকার যন্ত্রের প্রাক্কলিত ব্যয় ৩ কোটি টাকাও দেখানো হয়।

’ 

হাসপাতালগুলোতে যন্ত্রপাতি কেনার সময় এ ধরনের পুকুর চুরির কথাই জানালেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইকবাল আর্সনাল।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট এ আলোচনা সভার আয়োজন করে।

ডা. ইকবাল আর্সনাল বলেন, এমন অনেক যন্ত্র আমদানি করা হয়, যেগুলো দেশে ব্যাবহার উপযোগী নয়। অথচ একটি চক্র তাদের অর্থ আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছে এ যন্ত্র কেনাকে।

বিএমএ-এর সভাপতি ডা. মাহমুদুল হাসানও বিশেষ অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক জরিপের কথা তুলে ধরে তিনি বলেন, এমন অনেক যন্ত্র কেনা হয়েছে, যেগুলোর ব্যাবহার না হওয়াতে এখন বিকল হয়ে পড়ে অাছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেন, দেশে ক্যান্সার রোগীদের তুলনায় হাসপাতালে চিকিৎসা সুবিধা অপ্রতুল। অন্যান্য হাসপাতালেও এ চিকিৎসা দেওয়ার সুবিধা বাড়ানো হবে।

এ জন্য প্রয়োজনীয় নতুন যন্ত্রপাতিও কেনা হবে বলে জানান তিনি।

ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. মোয়াররম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি আরও বক্তব্য দেন, স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. দীন মো. নূরুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।