ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সাতক্ষীরার পুষ্টি পরিস্থিতি-১

কম ওজন নিয়ে জন্ম নিচ্ছে ৩০ শতাংশ শিশু

শেখ তানজির আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
কম ওজন নিয়ে জন্ম নিচ্ছে ৩০ শতাংশ শিশু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: ‘এখন কী করবো, বুঝতে পারছি না। বাচ্চাটার খুব শ্বাসকষ্ট হচ্ছে।

ওর মাও ভাল নেই। ডাক্তার বলছে আরো কয়েকদিন হাসপাতালে থাকা লাগবে। ’

সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে স্ত্রীর পাশে বসে এভাবেই নিজের অসহায়ত্বের কথা বলছিলেন সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামের জয়নাল আবেদিন।

তার স্ত্রী রাশিদা খাতুন গত ১৭ ডিসেম্বর সাতক্ষীরা সদর হাসপাতালে সন্তান প্রসব করেন। কিন্তু কম ওজন নিয়ে জন্ম নেওয়ায় এখন সন্তানের শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় অস্থির তারা।    
   
জয়নাল আবেদিন বলেন, তার সন্তানের ওজন মাত্র ১ কেজি ৩শ গ্রাম। জন্মের পর থেকে ভালভাবে চোখ মেলে তাকাতেই পারছে না।

পাশেই দাঁড়িয়ে থাকা এক সেবিকা জানালেন, রাশিদা খাতুনের বয়স মাত্র ১৬ বছর। সন্তান প্রসব করেছেন গর্ভধারণের মাত্র ৮ মাস পর। তার প্রজনন নালী অপুষ্ট ছিল। এছাড়া মা ও শিশু দু’জনেই অপুষ্টির শিকার। তাছাড়া শিশুটির রোগ প্রতিরোধ ক্ষমতা নেই বললেই চলে।

রাশিদা খাতুনের পাশের বেডেই রয়েছেন রাশেদা নামে আরেক মা। তিনি জানালেন, তার সন্তানেরও জন্ম হয়েছে কম ওজন নিয়ে। তার ওপর নিজের বুকে দুধ নেই বলে এক মাস বয়সী বাচ্চাকে গরুর দুধ খাইয়েছিলেন। এরপর থেকে সমস্যার শুরু। নিজ বাড়িতেই সন্তান প্রসব হলেও এখন থাকতে হচ্ছে হাসপাতালে।
 
অল্প বয়সে গর্ভধারণ ও পুষ্টিহীনতার কারণে কম ওজন নিয়ে জন্মগ্রহণ করছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরার প্রায় ৩০ শতাংশ শিশু। সেইসঙ্গে ‌উল্লেখযোগ্যহারে বাড়ছে ক‍ৃশকায় (লিকলিকে) শিশুর সংখ্যাও।

এসব সাতক্ষীরা সদর হাসপাতালে কর্মরত শিশু বিশেষজ্ঞ শামসুর রহমান বাংলানিউজকে বলেন, মায়ের অপুষ্টি শিশুর অপুষ্টির জন্য প্রাথমিকভাবে দায়ী। গর্ভকালীন মায়ের পুষ্টি নিশ্চিত করতে না পারলে শিশু অপুষ্টি নিয়ে জন্ম করে। আবার জন্মের পর ২৪ মাস পর্যন্ত মা ও শিশুর অপর্যাপ্ত যত্ন এবং শিশুকে খাওয়ানোর সঠিক নিয়ম না জানা ও সুষম খাদ্য না খাওয়ানোর কারণেও শিশুরা অপুষ্টির শিকার হয়ে থাকে।

গত বছরের সেপ্টেম্বর মাসে সাতক্ষীরার পুষ্টি পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় বলা হয়, মূলত অপর্যাপ্ত স্বাস্থ্য সেবা ও পরিবেশ, কম বয়সে গর্ভধারণ, বাল্য বিবাহ ও ঘন ঘন গর্ভধারণ, মায়ের স্বল্প ওজন, পরিবারে খাদ্যের অসম বন্টন, বহু বিবাহ, জলাবদ্ধতাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সাতক্ষীরায় বিদ্যমান অপুষ্টির কারণ।

এসবের প্রভাবে অসুখ, প্রতিবন্ধীতা, মৃত্যু, বুদ্ধির স্বল্পতা, কম উৎপাদনশীলতা, বুদ্ধি বিকাশ ও শারীরিক গঠনে যেমন সমস্যা বাড়ছে, তেমনি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাচ্ছে বলে ওই সভায় উল্লেখ করা হয়।

তবে সাতক্ষীরার পুষ্টি পরিস্থিতির উন্নয়নে সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগ গ্রহণের ফলে, জেলায় শিশুর জন্মের প্রথম ৬ মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ানোর হার বেড়েছে। একইসঙ্গে বেড়েছে শারীরিক গঠনে প্রয়োজনীয় আয়োডিনযুক্ত লবণ গ্রহণের হারও।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০১২-১৩ এ বলা হয়েছে, কম ওজন নিয়ে জন্মগ্রহণ করছে সাতক্ষীরার ২৯.৫ শতাংশ শিশু। যেখানে সারাদেশে এ হার ২৬ শতাংশ।

২০১৪ সালের মে মাসে এ জরিপের প্রতিবেদন প্রকাশ করা হয়।

ওই জরিপে আরো উল্লেখ করা হয়, সাতক্ষীরার জন্ম নেওয়া শিশুদের ১২.১ শতাংশ শিশুই কৃশকায়। যেখানে সারাদেশে এ হার ৯.৬ শতাংশ। এছাড়া ৩৪ শতাংশ শিশু খর্বকায়। যেখানে সারাদেশে এ হার ৪২ শতাংশ।

শিশুর অপুষ্টি নির্ণয়ের অন্যান্য সূচকে সাতক্ষীরার অবস্থান মাঝামাঝি হলেও সার্বিক বিচারে তা সন্তোষজনক নয়।

তবে সর্বশেষ প্রকাশিত এমআইসিএস জরিপে দুটি সূচকে সাতক্ষীরার অবস্থা দেশের অন্যান্য এলাকার চেয়ে তুলনামূলক ভালো।

সর্বশেষ জরিপ অনুযায়ী, সাতক্ষীরায় বয়সের তুলনায় কম ওজনের শিশু রয়েছে ২৬ শতাংশ। সারাদেশে এ হার ৩১.৯ শতাংশ। এছাড়া আয়োডিনযুক্ত লবণ গ্রহণের হার ৫৯.৪ শতাংশ। সারাদেশে এ হার ৫৪.৩ শতাংশ।

অবশ্য একই জরিপে প্রকাশিত অপর সূচকে জেলাটির অবস্থান নিচের দিকে। এ সূচকে বলা হয়েছে, জন্মের পরপরই মায়ের বুকের দুধ খাওয়ানোর হার‍ সাতক্ষীরায় ৪৬.৬ শতাংশ। সারাদেশে এই হার ৫৭.৪ শতাংশ।

অপরদিকে, বিডিএইচএস-২০১১ প্রতিবেদনে বলা হয়েছে-খুলনা অঞ্চলের ৫ বছরের কম বয়সী শিশুদের ৫৪.২ শতাংশ রক্ত স্বল্পতায় ভুগছে। আর ১৫-৪৯ বছর বয়সী নারীদের ৩৭.৪ শতাংশ রক্তস্বল্পতায় ভুগছে।
তবে, আশার কথা হলো সাতক্ষীরার সার্বিক পুষ্টি পরিস্থিতি উন্নয়নে সরকারি-বেসরকারি প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ইউনিসেফের নিউট্রিশন স্পেশালিস্ট ড. মুহাসীন আলী বাংলানিউজকে বলেন, সাতক্ষীরার পুষ্টি পরিস্থিতি তুলনামূলকভাবে অন্যান্য জেলার চেয়ে উদ্বেগজনক। এর কারণ উপকূলীয় জেলা বা উপজেলাগুলোতে লবণাক্ততা, জলাবদ্ধতাসহ পরিবেশগত বিপর্যয় লেগেই থাকে। এসব কারণে খাদ্যে বৈচিত্র্য থাকে না বললেই চলে। একই অবস্থা ভোলা, খুলনার একাংশ, সুনামগঞ্জের হাওড় এলাকাসহ অন্যান্য উপকূলীয় জেলায়ও।

তিনি আরো বলেন, পানি ভাল না হওয়া এর অন্যতম কারণ। এজন্য স্যানিটেশন ব্যবস্থাও ভঙ্গুর। যা অপুষ্টির অন্যতম কারণ।

সাতক্ষীরার সহকারী সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম বলেন, অপুষ্টি জনশক্তি উন্নয়নের প্রধান অন্তরায়। অপুষ্টি দূরীকরণে জেলার প্রত্যেক উপজেলায় পুষ্টি কর্নার চালুসহ সরকারি-বেসরকারি দপ্তরসমূহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। পুষ্টি পরিস্থিতির উন্নয়ন একটি সমন্বিত বিষয়। এজন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সিভিল সার্জন বলেন, মা ও শিশুর পুষ্টিহীনতা দূরীকরণে সার্বিক প্রচেষ্টা চালিয়ে কিছু কিছু সূচক সন্তোষজনক পর্যায়ে উন্নীত করা সম্ভব হয়েছে। অন্যান্য সূচকও সন্তোষজনক পর্যায়ে উন্নীতের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।