ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

হিলিতে সাংবাদিকদের অ্যাডভোকেসি সভা

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৪
হিলিতে সাংবাদিকদের অ্যাডভোকেসি সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলিতে সাংবাদিকদের নিয়ে অ্যাডভোকেসি সভা করেছে এইচআইভি এইডস নিয়ে হিলি স্থলবন্দরে কর্মরত বেসরকারি সংস্থা লাইটহাউজ হিলি ডিআইসি।

রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হিলিতে সংস্থার কার্যালয়ে এ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।



এতে সভাপতিত্ব করেন হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন। সভায় হিলি ডিআইসি ম্যানেজার দেব দুলাল রায় এইচআইভি এইডস নিয়ে তাদের কার্যক্রম ও এর কুফল সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

পরে সভায় এসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন-হালিম আল রাজী, মোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম শফিক, সাজ্জাদ হোসেন, মুরাদ ইমাম কবির, মোফাজ্জল হোসেন ও মাসুদুল হক রুবেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।