ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মানিকগঞ্জ সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
মানিকগঞ্জ সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে  ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) উদ্বোধন করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

শনিবার সন্ধ্যার দিকে এ আইসিইউ উদ্বোধন করেন তিনি।



এর আগে মানিকগঞ্জ বাস টার্মিনালে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় অন্যদের মধ্যে পুলিশ সুপার বিধান ত্রিপুরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসলাম হোসেন, পৌর মেয়র মো: রমজান আলী, সিভিল সার্জন ডা: শাহ আলম, জেলা যুবলীগের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।