ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ধুনটে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
ধুনটে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় শিশুদের কোল্ড ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে।

২৪ ঘণ্টায় কমপক্ষে ৫০ জন শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।



এর মধ্যে ডায়রিয়ায় দুইজন নিউমোনিয়ায় ছয়জন আক্রান্ত হয়ে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

বাকি শিশুরা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসা শেষে ডাক্তারের ব্যবস্থাপত্র নিয়ে বাড়ি ফিরে গেছে।

ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মাদ মাহবুবাজ্জামান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দিনে গরম পড়ে আর রাতে ঠাণ্ডা। আবহাওয়ার এমন পরিবর্তন ও মায়েদের অসচেতনতার কারণে শিশুরা নিউমোনিয়া ও কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

তবে আবহাওয়ার পরিবর্তন জনিত কারণে এ রোগে আক্রান্ত শিশুদের ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। প্রাথমিক চিকিৎসা সেবার মাধ্যমে সহজেই তারা সুস্থ হয়ে উঠছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।