ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

গোপালগঞ্জ হাসপাতালে ডায়ালাইসিস কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪
গোপালগঞ্জ হাসপাতালে ডায়ালাইসিস কার্যক্রম শুরু

গোপালগঞ্জ: গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কিডনির ডায়ালাইসিস কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনার আবু নাছের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. মনি মোহন সাহা।

 

এসময় সিভিল সার্জন মো. সিরাজুল ইসলাম ও এ কার্যক্রমের উপর প্রশিক্ষণপ্রাপ্ত ও হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. অমৃত লাল বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. অসিত মল্লিকসহ অন্যান্য চিকিৎসক ও নার্স উপস্থিত ছিলেন।
 
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. মো. সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ডায়ালাইসিস সেকশনের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য খুলনার আবু নাছের বিশেষায়িত হাসপাতাল থেকে পরিচালক ডা. মনি মোহন সাহার নেতৃত্বে একটি দল বিশেষজ্ঞ এসেছেন। প্রশিক্ষণ শেষে দলটি ফিরে যাবেন।

উল্লেখ্য, পদ্মার এপারে ডায়ালাইসিস সুবিধা এতোদিন শুধুমাত্র খুলনাতে ছিল। এখন থেকে গোপালগঞ্জেও কিডনির ডায়ালাইসিস করা হবে। এজন্য ওই সেকশনে ৬টি আধুনিক মেশিন স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।