ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নবাবগঞ্জে ফ্রি চিকি‍ৎসা দিলেন ভারতীয় ক্যান্সার বিশেষজ্ঞ দল

ঢাকা সাউথ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪
নবাবগঞ্জে ফ্রি চিকি‍ৎসা দিলেন ভারতীয় ক্যান্সার বিশেষজ্ঞ দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা সাউথ: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ক্যান্সার রোগীদের ফ্রি চিকি‍ৎসা সেবা দিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতের ক্যান্সার বিশেষজ্ঞ একদল চিকিৎসক।

সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা সদর নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষে এ চিকি‍ৎসা সেবা দেওয়া হয়।



এসময় ভারতীয় ক্যান্সার বিশেষজ্ঞদের মধ্যে প্রবীর বিজয়কর, অনয় গুপ্ত, হেনা মারিয়া, তরুন কুমার দাস, প্রণব কুমার দাস, অমিতাব ভট্টাচার্য, গৌতম ঘোষ ও অমিতাব রায় চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন।

রোগীদের পরামর্শকালে চিকিৎসকরা বলেন, পরীক্ষা নিরীক্ষা করার পর যদি কারো ক্যান্সার রোগ ধরা পড়ে তাহলে তার নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা উচিত। নিয়মিত চিকি‍ৎসা গ্রহণ করলে এ রোগ মুক্ত হওয়া সম্ভব।

তারা আরো বলেন, ক্যান্সার কোনো ছোয়াচে রোগ নয়। এ রোগে আক্রান্ত হলে রোগীকে অবহেলা না করে তার সেবা করা দরকার।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।