ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বার্ন ইনস্টিটিউটের নতুন আরএস ডা.শাওন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
বার্ন ইনস্টিটিউটের নতুন আরএস ডা.শাওন

ঢাকা: রাজধানীতে অবস্থিত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের নতুন আবাসিক চিকিৎসক হলেন (আরএস) ডা. শাওন বিন রহমান। তিনি বেশ কয়েকদিন আগে থেকেই দায়িত্ব গ্রহণ করে রোগীদের চিকিৎসা কাজে যুক্ত হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) বিকালে ডা. শাওন বিন রহমান বাংলানিউজকে বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট দেশের বৃহত্তম প্লাস্টিক সার্জারি হাসপাতাল। প্রতিদিন অসংখ্য রোগী এ হাসপাতালে চিকিৎসা সেবা পাচ্ছেন। মানুষের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে এ হাসপাতাল।  

তিনি আরও বলেন, আমি আবাসিক সার্জনের ( জরুরি বিভাগ) দায়িত্ব পেয়েছি কিছুদিন হলো। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাবো জরুরি বিভাগে আসা রোগীদের নিরাপদ চিকিৎসা সেবার জন্য। শীত চলে এসেছে, এ সময়টাতে রোগীর চাপ অনেক বেশি থাকে,সব চিকিৎসকের হিমশিম খেতে হয় ঠিকই কিন্তু কারো আন্তরিকতার কোনো ঘাটতি নেই। রোগীদের জন্য পরামর্শ থাকবে এ সময়ে আগুন পোহানো বা গরম পানি, চা, দুধ বহনে সতর্কতা অবলম্বন করার। আর সাংবাদিক ভাইদের প্রতি আহ্বান থাকবে সার্বিক সহযোগিতা প্রদান করে যেন আমরা সবাই মিলে ভালো কিছু করতে পারি।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।