ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু: মমেক হাসপাতালে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
ডেঙ্গু: মমেক হাসপাতালে নারীর মৃত্যু প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জহুরা খাতুন (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে মমেক হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেঙ্গুতে মারা যাওয়া জহুরা গৌরীপুর উপজেলার কলাবাগান এলাকার মিজানুর রহমানের মেয়ে।  

ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান জানান, সম্প্রতি ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় গিয়েছিলেন জহুরা। সেখান থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়ি ফেরেন। পরে গত ১৫ অক্টোবর মমেক হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মমেক হাসপাতালে মোট ৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে পুরুষ ২৮ জন, নারী সাতজন ও শিশু দুজন ভর্তি রয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন ও সুস্থ হয়েছেন ১৯ জন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।