ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু: পিরোজপুরে এক শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
ডেঙ্গু: পিরোজপুরে এক শিক্ষার্থীর মৃত্যু প্রতীকী ছবি

পিরোজপুর: পিরোজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. তানভীর হোসেন (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৫ অক্টোবর) পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তানভীর পিরোজপুর পৌর শহরের দশ নিড়ের গলি এলাকার মো. আজিমের ছেলে।   

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তানভীর এ বছর এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় ভর্তি কোচিং করছিলেন। গত দুদিন আগে তিনি ঢাকায় থাকাকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। গত রোববার ঢাকা থেকে পিরোজপুর নিজ বাড়িতে চলে আসেন। সন্ধ্যার দিকে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হন।  

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. নিজাম উদ্দিন জানান, তানভীর রোববার হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পরে। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।  

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ জন। জেলায় এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা ১২৫ জন। এর মধ্যে মঙ্গলবার একজন ও এর কয়েকদিন আগে পিরোজপুর থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি অবস্থায় মারা গেছেন একজন।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।