ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

আবারো নার্স-মিডওয়াইফদের কর্মবিরতির ডাক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
আবারো নার্স-মিডওয়াইফদের কর্মবিরতির ডাক ফাইল ছবি

ঢাকা: নার্স-মিডওয়াইফরা আবারও কর্মবিরতিতে যাচ্ছেন। মঙ্গলবার (০৮ অক্টোবর) থেকে তাদের কর্মবিরতি শুরু হচ্ছে।

সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ড. মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনার পর পূর্বঘোষিত কর্মবিরতি সাময়িক স্থগিত করা হয়েছিল। কিন্তু গত ০৬ অক্টোবর স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের প্রজ্ঞাপনের মাধ্যমে দুই নার্সিং কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত আমাদের এক দফা এক দাবির পরিপন্থী।

আরও পড়ুন: নার্সদের কর্মবিরতি স্থগিত

ড. শরিফুল ইসলাম বলেন, নার্সরা এ প্রজ্ঞাপনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কঠোর আন্দোলন চালিয়ে যাবেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে সব সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করা হবে।  

তবে মুমূর্ষু রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফরা জরুরি স্কোয়াডে নিয়োজিত থাকবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৪
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।