ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

গ্রুপ সেরা জুভেন্টাস, ড্র করে দ্বিতীয় চেলসি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
গ্রুপ সেরা জুভেন্টাস, ড্র করে দ্বিতীয় চেলসি

চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপ থেকে গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে উঠেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এসে ধাক্কা খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি।

বুধবার রাতে শেষ ম্যাচে হোঁচট খেয়ে শীর্ষ থেকে গ্রুপের রানার্সআপ হয়েছে তারা।  

জেনিতের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে চেলসি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই টিমো ভার্নারের গোলে এগিয়ে যায় তারা। তবে ৩৮ মিনিটে ক্লাউদিনহোর গোলে সমতায় ফেরে জেনিত। তিন মিনিট পর গোল করে জেনিতকে লিড এনে দেন আজমন।

ম্যাচের ৬২তম মিনিটে রোমেলু লুকাকু ও ৮৫তম মিনিটে ফের ওয়ার্নার গোল করে ফের চেলসিকে ৩-২ গোলে এগিয়ে দেন। কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল হজম করে ম্যাচ ড্র করে চেলসি।

চেলসির ড্রয়ের রাতে মালমোর বিপক্ষে ১-০ গোলের জয় পায় জুভেন্টাস। ফলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে জুভেন্টাস। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চেলসি হয়েছে রানার্সআপ।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।