ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সার দারুণ জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সার দারুণ জয়

ভিলারিয়ালের বিপক্ষে ৩-১ গোলের দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। ড্রয়ের দিকে এগিয়ে যাওয়া ম্যাচের শেষ দিকে দুই গোল পেলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে জাভির শিষ্যরা।

স্প্যানিশ লা লিগায় নিজের কোচিংয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছেন বার্সেলোনা কোচ জাভি।  

শনিবার দিবাগত রাতে ভিলারিয়ালের মাঠে ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। বিরতির পর ম্যাচের ৪৮তম মিনিটে ডি ইংয়ের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। গোল হজমের পর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠা ভিলারিয়াল ম্যাচের ৭৬ মিনিটে ম্যাচে সমতা ফেরায়। এরপর ১০-১২ মিনিটের মত সময় স্বাগতিকদের নিয়ন্ত্রণে থাকে ম্যাচ।

ম্যাচের ৮৮তম মিনিটে মেমফিস ডেপাই চোখ ধাধানো এক গোল করে ২-১ এ এগিয়ে দেন বার্সাকে। এরপর ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি পায় বার্সা। সেই পেনাল্টি থেকে গোল করে বার্সাকে ৩-১ গোলে এগিয়ে দেন ব্রাজিলীয় তারকা কৌতিনহো।  

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পায় কাতালানরা। এই জয়ের পরও লা লিগার পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে জাভির দল।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।