ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন পগবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন পগবা

বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্সের হয়ে আর খেলতে দেখা যাবে না দলটির তারকা মিডফিল্ডার পল পগবাকে। কাজাখাস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলন করার সময় সোমবার (৮ নভেম্বর) ঊরুতে চোট পান ম্যানচেস্টার ইউনাইটেডের এ মিডফিল্ডার।

চোটের কারণে আগামী শনিবার (১৩ নভেম্বর) ঘরের মাঠে হতে যাওয়া কাজাখস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ফ্রান্সের হয়ে দেখা যাবে না পগবাকে। ১৬ নভেম্বর ফিনল্যান্ডের বিপক্ষেও খেলতে পারবেন না দলটির বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

বিশ্বকাপ বাছাইয়ে উড়ন্ত ফর্মে থাকা ফ্রান্স রয়েছে ‘ডি’ গ্রুপের চূড়ায়। এ পর্যন্ত ৬ ম্যাচ খেলে তিন জয় ও তিন ড্র নিয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে বাছাইপর্বের বাকি দুই ম্যাচের একটি জিতলেই ২০২২ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে বেনজেমা-এমবাপ্পেরা।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।