ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ভিনির জোড়া গোলে রিয়ালের জয়, বার্সার ড্র

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
ভিনির জোড়া গোলে রিয়ালের জয়, বার্সার ড্র

ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে লা লিগার ম্যাচে জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। এলচেকে ২-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের ২২তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা ভিনি গোলে এগিয়ে যায় রিয়াল। লিড নিয়েই বিরতিতে যায় তারা। বিরতির পর ম্যাচের ৬৩তম মিনিটে রাউল গুতি লালকার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় এলচে।

৭৩তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়র ফের গোল এনে দেন রিয়ালকে। ৮৬তম মিনিটে এলচের পেরা মিলা গোল করে ম্যাচটি জমিয়ে তোলেন। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এদিকে নিজের অপর ম্যাচে আলাভেসের বিপক্ষে এগিয়ে গিয়েও ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে শনিবার রাতে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।

রিয়াল ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। এলচের অবস্থান ১৫তম স্থানে। বার্সেলোনা রয়েছে নবম স্থানে।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।