ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জামাল ভূঁইয়ার গায়ে হলুদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
জামাল ভূঁইয়ার গায়ে হলুদ

গত বছরের ৬ জানুয়ারি তাতিয়ানা আলীর সঙ্গে আকদ সম্পন্ন হয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার। ২১ মাস পর সম্পন্ন হলো গায়ে হলুদ! এবার জীবনসঙ্গিনীকে নিয়ে ঘরের ফেরার পালা।

জামালের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ডেনমার্কে জামালের হলুদের অনুষ্ঠান হয়েছে। আগামী রোববার কনের জার্মানির বাসায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জামাল তার জীবনসঙ্গী তাতিয়ানাকে ঘরে আনবেন। এরপর দুজনেরই বাংলাদেশে ফেরার কথা রয়েছে। আগামী জানুয়ারিতে নবদম্পতির বিবাহত্তোর সংবধর্না হতে পারে ঢাকায় কিংবা কিশোরগঞ্জে।

সাফ চ্যাম্পিনশিপ অভিযান শেষে আপাতত ছুটিতে আছেন জাতীয় দলের ফুটবলাররা। এই ফাঁকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেললেন ৩১ বছর বয়সী মিডফিল্ডার। আগামী নভেম্বরের শুরুতে চার জাতি টুর্নামেন্ট খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। আবারও শুরু হবে আন্তর্জাতিক ব্যস্ততা।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।