ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফরিদপুরে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
ফরিদপুরে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

ফরিদপুর: ফরিদপুরে শেখ রাসেল স্মৃতি (অনূর্ধ্ব-১৫) ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

স্থানীয় শেখ জামাল স্টেডিয়ামে লিগ পদ্ধতিতে সোমবার (১৮ অক্টোবর) থেকে এ টুর্নামেন্টে শুরু হয়।

প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  শামীম হক।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।