ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ঘুরে দাঁড়ানো পিএসজির জয়ের নায়ক এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
ঘুরে দাঁড়ানো পিএসজির জয়ের নায়ক এমবাপ্পে

এক সময় হারের শঙ্কায় থাকা পিএসজি দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে। আন্তর্জাতিক বিরতির পর লিগ ওয়ানের ম্যাচে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে।

ঘরের মাঠ পাক দেস প্রিন্সেসে অঁজির বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে পিএসজি। তবে জয়টা মোটেও সহজ ছিল না তাদের।

এ ম্যাচে নেইমার, মার্কুইনহোস, মেসি, পারেদেস, ডি মারিয়া ছাড়াই মাঠে নামে পিএসজি। ম্যাচের ৩৬তম মিনিটে ফুলগিনি গোল করে এগিয়ে দেন অঁজিকে। পিছিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।

বিরতির পর ২৩ মিনিটের মতো খেলা হয়ে গেলেও গোল পরিশোধ করতে পারেননি এমবাপ্পে-ইকার্দিরা। অবশেষে ম্যাচের ৬৯তম মিনিটে পিএসজিকে গোল এনে দেন দানিলো পেরেইরা। এমবাপ্পে বাড়িয়ে দেওয়া বলে গোলটি করেন পেরেইরা।

১-১ সমতায় থাকা ম্যাচটি গড়াচ্ছিল ড্রয়ের দিকেই। কিন্তু ম্যাচে ৮৭তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় পিএসজি। সেখান থেকে গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন এমবাপ্পে। এ জয়ের ফলে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে পিএসজি। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে অঁজি।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।