ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পেলেকে ছাড়িয়ে গেলেন ছেত্রী, সাফের ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
পেলেকে ছাড়িয়ে গেলেন ছেত্রী, সাফের ফাইনালে ভারত

জয়ের কোনো বিকল্প নেই, এমন কঠিন সমীকরণের ম্যাচে দারুণ এক জয় নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল ভারত। দলের জয়ে জোড়া গোল করেছেন সুনীল ছেত্রী।

সেই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে গোলের হিসেবে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকেও ছাড়িয়ে গেলেন ভারতের গোলমেশিন।

মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বুধবার স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়েছে ভারত।  

ভারতের ফাইনালে উঠার রাতে দেশটির সর্বোচ্চ গোলদাতা ছেত্রী ম্যাচে দুই গোল করার পথে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পেলেকে পেছনে ফেলেছেন। এর আগে নেপালের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে গোল করে কিংবদন্তি পেলের কীর্তি ছুঁয়েছিলেন তিনি।

খেলার ৩৩তম মিনিটে এগিয়ে যায় ভারত। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মানবির ডান পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন। ৪৫তম মিনিটে প্রিতম কোটাল বক্সে মালদ্বীপের হামজা মোহামেদকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্বাগতিক দলের আলি আশফাক স্পট কিক থেকে সমতা ফেরান।  

৬২তম মিনিটে দারুণ ভলিতে ভারতকে এগিয়ে নেন ছেত্রী। এই গোলেই পেলেকে (৭৭টি) পেছনে ফেলেন ভারতের এই ফরোয়ার্ড। ৯ মিনিট পর সতীর্থের ফ্রি কিকে দুর্দান্ত হেডে ব্যবধান আরও বাড়ান ছেত্রী। জাতীয় দলের হয়ে ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোল হলো ৭৯টি। এই গোলের পর ভারতের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।

ভারত অবশ্য শেষদিকে বড় ধাক্কাও খেয়েছে। ৮০তম মিনিটে দলটির কোচ ইগর ইস্তিমাচকে মাঠ ছেড়ে যাওয়ার নির্দেশ দেন রেফারি। সিদ্ধান্ত নিয়ে বারবার আপত্তি জানানোয় প্রথমার্ধে হলুদ কার্ড দেখেছিলেন তিনি। তবে ভারতের খেলায় শেষ মুহূর্তের ওই ধাক্কার কোনো ছাপ পড়েনি।

এর আগে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে ১-১ ড্র করে প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠেছে নেপাল। আগামী ১৬ অক্টোবর সাফের ত্রয়োদশ আসরের ফাইনালে নেপালের মুখোমুখি হবেন ছেত্রীরা।

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।