ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ দলে কিংসলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ দলে কিংসলে সাফ চ্যাম্পিয়িনশিপের জন্য বাংলাদেশ দলের জার্সি উন্মোচন/ছবি: শোয়েব মিথুন

সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ঘোষিত দলে ডাক পেয়েছেন সম্প্রতি বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরীয় বংশোদ্ভূত ফরোয়ার্ড এলিটা কিংসলে।

 

সাফের দলে ডাকলেও কিংসলেকে মূল আসরে সুযোগ করে দিতে ফিফার ছাড়পত্র পেতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। আর এই ছাড়পত্র পেতে শেষ মুহূর্ত পর্যন্ত আনার চেষ্টা চালিয়ে যাবে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন ঘোষণা করেছেন সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দল।

একনজরে বাংলাদেশের স্কোয়াড:

গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো ও শহীদুল আলম সোহেল।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, মেহেদী হাসান, মোহাম্মদ আতিকুজ্জামান ও টুটুল হোসেন বাদশা।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, রাকিব হোসেন, আতিকুর রহমান ফাহাদ ও মানিক মোল্লা।

ফরোয়ার্ড: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, মতিন মিয়া, জুয়েল রানা ও এলিটা কিংসলে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।