ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পেলেকে ছাড়িয়ে গোলদাতার শীর্ষে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
পেলেকে ছাড়িয়ে গোলদাতার শীর্ষে মেসি

ডান পায়ের এক দুর্দান্ত শটে বলিভিয়ার বিপক্ষে নিজের দ্বিতীয় গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছড়িয়ে যান লিওনেল মেসি। একইসঙ্গে এ ম্যাচে হ্যাটট্রিক গোলের দেখাও পান এ ফুটবল যাদুকর।

৭৭ গোল নিয়ে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ছিল পেলের দখলে। ১৯৫৭-৭১ সাল পর্যন্ত ক্যারিয়ারে ৯২ ম্যাচ খেলে এতদিন ধরে এ রেকর্ডের মালিক ছিলেন এ ব্রাজিলিয়ান লিজেন্ড। কিন্তু শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্তাদিও মনুমেন্তালে খেলতে নেমে রেকর্ডটি নিজের করে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। পেলেকে ছাড়িয়ে যেতে পিএসজি এ ফরোয়ার্ডের খেলতে হয়েছে ১৫৩টি ম্যাচ।

ব্যক্তিগত রেকর্ডের ম্যাচে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে জেতান তিনি। বর্তমানে আলবেসিলেস্তাদের হয়ে মেসির গোলসংখ্যা ৭৯টি।  

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।