ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রোনালদোর ম্যানইউ যোগদানে অবশেষে বিদায়ী বার্তা দিল জুভেস্টাস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
রোনালদোর ম্যানইউ যোগদানে অবশেষে বিদায়ী বার্তা দিল জুভেস্টাস

ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের যোগদানের বিষয়টি নিশ্চিত করে অবশেষে বিদায়ী বার্তা দিল জুভেন্টাস। যেখানে ১২.৯ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডের বিনিময়ে রেড ডেভিলসে ফিরলেন সিআর সেভেন।

বার্ষিক ১৯.৮ মিলিয়ন পাউন্ড বেতনে ইউনাইটেডে যোগ দেওয়া ৩৬ বছর বয়সী এই তারকাকে নিয়ে মঙ্গলবার ৩৬৯ শব্দের একটি বিবৃতি দেয় ইতালিয়ান জায়ান্টরা।

এর আগে প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে যাওয়ার প্রবল গুঞ্জন উঠলেও অবশেষে সবাইকে অবাক করে ওল্ড ট্রাফোর্ডে ফেরেন রোনালদো।

নিজেদের সাবেক তারকাকে অবিস্মরণীয়, অবিশ্বাস্য বিশেষণে প্রশংসায় ভাসিয়ে জুভেন্টাস জানায়, ২০১৮ সালের ১০ জুলাই, ফুটবল বিশ্বের ও ইউরোপের নক্ষত্র একত্রিত হয়ে এখানে এসেছিল। ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসের খেলোয়াড় হলেন। আজ তিন বছর পর ১৩৩ ম্যাচ, ১০১ গোল এবং ৫টি ট্রফি জয়ের পর আমাদের পথ আলাদা হলো। ’

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।