ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পিএসজি স্কোয়াডে মেসি, শেষ হচ্ছে অপেক্ষার প্রহর!

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
পিএসজি স্কোয়াডে মেসি, শেষ হচ্ছে অপেক্ষার প্রহর!

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে পিএসজি সমর্থকদের। রেইমসের বিপক্ষে লিওনেল মেসিকে স্কোয়াডে রেখেছেন কোচ মাওরোসিও পচেত্তিনো।

এই প্রথম দলটির স্কোয়াডে জায়গা পেলেন এই আর্জেন্টাইন তারকা। রোববার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে রেইমসের বিপক্ষে মাঠে নামবে পিএসজি।

পিএসজির আরেক ফুটবলার কিলিয়ান এমবাপ্পের দলবদল নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও তিনিও আছেন স্কোয়াডে। পিএসজির স্কোয়াডে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারও। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আজই একসঙ্গে দেখা মিলতে পারে সময়ের তিন সেরা তারকা ফুটবলার মেসি, এমবাপ্পে ও নেইমারকে।

প্রসঙ্গত বার্সেলোনা ছেড়ে মেসির পিএসজিতে যোগ দেওয়া আলোড়ন তুলেছিল পুরো বিশ্বে। কিন্তু দুই সপ্তাহের বেশি সময় ক্লাবটিতে নাম লেখালেও এখনো পর্যন্ত তাদের হয়ে মাঠে নামেননি আর্জেন্টিনার অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।