ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রামুতে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু শুক্রবার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
রামুতে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু শুক্রবার 

কক্সবাজার: কক্সবাজারের রামুতে ফুটবল ঐতিহ্যের দীর্ঘ দিনের খরা কাটিয়ে আগামী ১৯ মার্চ (শুক্রবার) শুরু হচ্ছে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১।

মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে জেলার ১৬টি ফুটবল দল।

এসব দলে জাতীয় দলের খেলোয়াড়ও অংশ নিচ্ছে বলে জানিয়েছে আয়োজকরা।

উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শেখ জামাল ক্লাব, চকরিয়া বনাম কক্সবাজার জেলা ফুটবল একাডেমি।

টুর্নামেন্ট উপলক্ষে মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় (রামু স্টেডিয়াম) মাঠে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, আয়োজক কমিটির সভাপতি ছিদ্দিক আহম্মদ, সাধারণ সম্পাদক সুপন বড়ুয়া সিপন, সহ-সভাপতি  কিশোর কুমার বড়ুয়া, নবু আলম, দেব প্রসাদ বড়ুয়া টিপু, ইঞ্জিনিয়ার তরুন বড়ুয়া, ব্যোমকেশ বড়ুয়া বুনু, সজল বড়ুয়া, সুশান্ত পাল বাচ্চু, খালেদ শহীদ ইস্কান্দর মীর্জা প্রমুখ।

আয়োজকরা জানান, কক্সবাজার ক্রীড়া অঙ্গন ফুটবল ইতিহাস-ঐতিহ্যের সমৃদ্ধ অঞ্চল রামু। ক্রীড়া নৈপুণ্যতায় এখনো কিংবদন্তি হয়ে আছেন রামুর সাবেক ও প্রয়াত ফুটবলাররা। আমরা রামুর ফুটবল ইতিহাসকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি নতুন প্রজন্মের  খেলোয়াড়দের ফুটবলের সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাবেক কৃতি ফুটবলার ছিদ্দিক আহম্মদ জানান, কক্সবাজার জেলার ফুটবল খেলার জাগরণে রামু উপজেলা সবসময় অগ্রণী ভূমিকা রাখে। ফুটবল ইতিহাস-ঐতিহ্যের সেই ধারাবাহিকতা আমরা ধরে রাখতে চাই।

তিনি জানান, অংশগ্রহণকারী প্রতিটি দলে জেলার বাইরের তিনজন খেলোয়াড় রাখার সুযোগ রাখা হয়েছে। আমরা জানতে পেরেছি এ তিনজনের মধ্যে অনেক দলে বিদেশি খেলোয়াড়রা অংশ নেবেন।

তিনি আরও জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে শেখ রাসেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি  মুক্তিযুদ্ধের চেতনাকে আরও শানিত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট সন্তান শেখ রাসেলের নামে এ খেলার নামকরণ করা হয়েছে। এ আয়োজনের প্রধান পৃষ্টাপোষকতায় রয়েছেন কক্সবাজারের নেতা সংসদ সদস্য (এমপি) সাইমুম সরওয়ার কমল।  

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠান কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফোরকান আহমদ প্রধান অতিথি এবং  রামুর কৃতি সন্তান বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়াও উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা, রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফরিদুল আলম, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, কক্সবাজার ডিজিটাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শোয়েব ইফতেকার চৌধুরী প্রমুখ।

আয়োজকরা জানান, কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার ১৬টি ফুটবল দল ‘শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে’ অংশ নিচ্ছে। দুই গ্রুপে বিভাজন করে, নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে।

‘ক’ গ্রুপে অংশ নেবে চকরিয়া শেখ জামাল ক্লাব, কক্সবাজার জেলা ফুটবল একাডেমি, নাপিতখালী বাঁশকাটা ক্রীড়া সংস্থা, রামু ফুটবল ট্রেনিং সেন্টার, মহেশখালী ফুটবল ক্লাব, উখিয়া পাতাবাড়ি ফুটবল একাডেমি, রামু সম্প্রীতি কচ্ছপিয়া একাদশ, পেকুয়া সদর ফুটবল একাডেমি।

‘খ’ গ্রুপে অংশ নেবে চকরিয়া ফুটবল একাডেমি, কক্সবাজার সদর একাদশ, কক্সবাজার কিং ইলাভেন ঈদগাঁও, রামু উপজেলা ক্রীড়া সংস্থা, কুতুবদিয়া ক্রীড়া পরিষদ, উখিয়া পালংখালী খেলোয়াড় সমিতি, মহেশখালী শহীদ ওসমান গনি স্মৃতি সংসদ, উখিয়া ফুটবল একাডেমি।

প্রতি দিনের খেলায় নিবার্চিত একজন খেলোয়াড়কে ‘ম্যান অব দ্য ম্যাচ’ ঘোষণা করা হবে। এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ফুটবল দলকে ট্রফি ও এক লাখ টাকা এবং রানার্স আপ ফুটবল দলকে ট্রফি ও পঞ্চার হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।