ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সাউদাম্পটনের মাঠে পয়েন্ট হারাল চেলসি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
সাউদাম্পটনের মাঠে পয়েন্ট হারাল চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ৪ ম্যাচ জয়ের পর পয়েন্ট হারাল চেলসি। সাউদাম্পটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে টমাস টুখেলের শিষ্যরা।

তাকুমি মিনামিনোর গোলে সাউদাম্পটন এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ম্যাসন মাউন্ট।

শনিবার (২০ ফেব্রুয়ারি) প্রতিপক্ষের মাঠে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলা চেলসি ম্যাচের ৩৩তম মিনিটে উল্টো গোল হজম করে। ন্যাথান রেডমন্ডের পাস ধরে ডি-বক্সে ঢুকে ডিফেন্ডার সেসার আসপিলিকুয়েতার বাধা এড়িয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান মিনামিনো।

বিরতির পর ৫৪ত মিনিটে সফল স্পট কিকে চেলসিকে সমতায় ফেরান মাউন্ট। সাউথ্যাম্পটনের ফরোয়ার্ড ড্যানি ইঙ্গস ইংলিশ এই মিডফিল্ডারকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

লিগে ২৫ ম্যাচে ১২ জয় ও সাত ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে সাউদাম্পটন। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। সমান ৪৬ পয়েন্ট করে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে ও লেস্টার সিটি তিনে আছে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।