ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেষ মুহূর্তের গোলে আবাহনীর সঙ্গে ড্র করল শেখ রাসেল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
শেষ মুহূর্তের গোলে আবাহনীর সঙ্গে ড্র করল শেখ রাসেল শেষ মুহূর্তের গোলে ঢাকা আবাহনীর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে শেখ রাসেল। ছবি: শোয়েব মিথুন

দীর্ঘ সময় পিছিয়ে থাকার পরও শেষ মুহূর্তের গোলে ঢাকা আবাহনীর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে শেখ রাসেল। আর মূল্যবার একটি পয়েন্ট অর্জন করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চতুর্থস্থান ধরে রেখেছে শেখ রাসেল।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের ২৫তম মিনিটে সাদ উদ্দিনের গোলে এগিয়ে যায় আবাহনী। তবে দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে শিওভুস আসরোরোভের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে রাসেল।

১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে আবাহনী। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ রাসেল। ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।