ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোর গোলে জুভেন্টাসের জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
রোনালদোর গোলে জুভেন্টাসের জয়

ইতালিয়ান সিরি’আ লিগে রোমাকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। দলের জয়ের একটি গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো।

আত্মঘাতী গোল অপর গোলটি আসে রোমার ইবানেসের কাছ থেকে।

এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে আন্দ্রে পিরলোর দল।

শনিবার ঘরের মাঠে ১৩তম মিনিটে এগিয়ে যায় জুভেন্টাস। আলভারো মোরাতার পাসে ঠিকানা খুঁজে নেন রোনালদো।

পরে ৬৯তম মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইবানেস। দেজান কুলুসেভস্কির গোলমুখে বাড়ানো বল বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালে পাঠান তিনি। বাকি সময়ে অনেক চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি সফরকারীরা।

লিগে ২০ ম্যাচে ১২ জয় ও ৬ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে জুভেন্টাস। এক ম্যাচ বেশি খেলা রোমা ৪০ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে এসি মিলান। এক ম্যাচ বেশি খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।