ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আর্সেনালের টানা দ্বিতীয় হার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
আর্সেনালের টানা দ্বিতীয় হার

মৌসুম জুড়েই বাজে সময় কাটানো আর্সেনাল আরও একটি হার দেখলো। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-০ গোলে হেরেছে কোচ মিকেল আর্তেতার শিষ্যরা।

চারদিন আগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছিল আর্সেনাল।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) প্রতিপক্ষের মাঠে এদিন খেলার দুই মিনিটেই পিছিয়ে পড়ে আর্সেনাল। ইংলিশ ফরোয়ার্ড অলি ওয়াটকিনসের গোলে লিড পায় অ্যাস্টন। আর এই গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

এর আগে গত নভেম্বরে অ্যাস্ট ভিলার কাছে ঘরের মাঠে ৩-০ গোলে হেরেছিল জায়ান্ট এই দলটি।

এই হারে ২৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশে রয়েছে আর্সেনাল। আর ২১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে উঠে এলো অ্যাস্টন ভিলা। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।