ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দি মারিয়া-এমবাপ্পের গোলে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
দি মারিয়া-এমবাপ্পের গোলে পিএসজির জয়

লিগ ওয়ানে নিমেসকে ৩-০ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। আনহেল দি মারিয়া, পাবলো সারাবিয়া ও কিলিয়ান এমবাপ্পের গোলে ফরাসি চ্যাম্পিয়নরা ২৩ ম্যাচ থেকে ৪৮ পয়েন্ট অর্জন করলো।

শীর্ষে থাকা লিঁলের চেয়ে ৩ পয়েন্ট আর দ্বিতীয় দল লিওঁর থেকে এক পয়েন্ট পেছনে পিএসজি। শেষ ১১ ম্যাচের ৯টি হারা নিমেসের অর্জন ২২ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট।

ঘরের মাঠে নিষিদ্ধের কারণে পিএসজি এই ম্যাচে পায়নি নেইমারকে। ব্রাজিলিয়ানের অনুপস্থিতি বেশ অনুভব করেছে তারা। তবে সেই শূন্যতা পূরণ করতে সময় লাগেনি। গত নভেম্বরের পর প্রথমবার গোল করে ১৮তম মিনিটে দলকে এগিয়ে দেন দি মারিয়া। প্রতিপক্ষের লামিনে ফোম্বার ভুল ব্যাকপাস ধরে গোল করেন আর্জেন্টাইন প্লে মেকার।

বিরতির ৯ মিনিট আগে সারাবিয়া ব্যবধান দ্বিগুণ করেন। দি মারিয়ার ফ্রি কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। পরে লিয়ান্দ্রো পারেদেসের বানিয়ে দেওয়া বলে ৬৮তম মিনিটে চমৎকার বাঁকানো শটে তৃতীয় গোল করেন এমবাপ্পে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।