ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এএফসি কাপের ‘ডি’ গ্রুপে বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এএফসি কাপের ‘ডি’ গ্রুপে বসুন্ধরা কিংস ছবি: শোয়েব মিথুন

মহামারি করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপ বাতিল হয়। তবে অনুষ্ঠিত হচ্ছে ২০২১-এএফসি কাপ।

এই টুর্নামেন্টের ‘ডি’ গ্রুপে খেলবে ২০১৮-১৯ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

এই গ্রুপে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ভারতের মোহন বাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ও দক্ষিণাঞ্চলের প্লে-অফের জয়ী দল। আজ বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ড্র অনুষ্ঠিত হয়।  

এর আগে এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব আসর এএফসি কাপের ২০২০ সালের আসরটি করোনা ভাইরাসের কারণে বাতিল করা হয়।  

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।