ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মোহামেডানের সঙ্গে পয়েন্ট ভাগ করল শেখ রাসেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
মোহামেডানের সঙ্গে পয়েন্ট ভাগ করল শেখ রাসেল মোহামেডানের সঙ্গে পয়েন্ট ভাগ করল শেখ রাসেল। ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।

রোববার (২৪ জানুয়ারি) বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে সলেমানে দিয়াবাতের স্পট কিক থেকে লিড নেয় মোহামেডান। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে শেখ রাসেল। ৫৬তম মিনিটে জিয়ানকার্লো লোপেস রদ্রিগেসের গোলেই শেষ পর্যন্ত হার এড়ায় দলটি।

লিগে ৩ ম্যাচে ২ জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে রাসেল। আর ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচে মোহামেডান। ৩ ম্যাচের সবকটি জিতে শীর্ষে বসুন্ধরা কিংস।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।