ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রবিনহোর গোলে জয়ের ধারায় বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
রবিনহোর গোলে জয়ের ধারায় বসুন্ধরা কিংস

রবসন দি সিলভা রবিনহোর একমাত্র গোলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস নিজেদের টানা তৃতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে। ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুজোনের শিষ্যরা।

শনিবার (২৩ জানুয়ারি) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ম্যাচের ৬৩তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনহোর গোলে জয় নিশ্চিত হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।  বাইলাইন থেকে মোহাম্মদ ইব্রাহিমের কাটব্যাকে বক্সে ফাঁকায় থাকা রবিনিয়োর নিখুঁত প্লেসিং শট খুঁজে নেয় জাল। এ নিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের লিগ গোল হলো তিনটি।  আগের ম্যাচে জোড়া গোল করেছিলেন।

এর আগে প্রথম রাউন্ডে উদ্বোধনী ম্যাচে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস। আর পরের ম্যাচে  ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি’কে।

আর এ নিয়ে টানা তিন ম্যাচ হারল ব্রাদার্স। আগের দুই ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ও আবাহনী লিমিটেডের কাছে হেরেছিল তারা।

লিগে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।