ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দাপুটে জয়ে লিগ জমিয়ে দিল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
দাপুটে জয়ে লিগ জমিয়ে দিল ম্যানসিটি স্টোন্সের হেড

মৌসুমের অর্ধেকেই জমে ওঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। অ্যানফিল্ডে লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেডের লড়াই গোলশূন্য ড্র হওয়ার ঘণ্টা খানেক পরে মাঠে নেমে দাপুটে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।

 

ঘরের মাঠ ইতিহাদে জন স্টোন্সের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। এই জয়ে শীর্ষে থাকা দলগুলোর চেয়ে এক ম্যাচ কম খেলে তালিকায় দুইয়ে ওঠে এসেছে পেপ গার্দিওলার দল।  

১৭ ম্যাচে সিটির পয়েন্ট ৩৫। এক ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে লেস্টার সিটি। ৩৪ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে লিভারপুল। পাঁচে থাকা টটেনহামের পয়েন্ট ৩৩।

প্যালেসের বিপক্ষে পুরো ম্যাচে ছড়ি ঘুরিয়েছে সিটি। কেভিন ডি ব্রুইনার দুর্দান্ত এক পাস থেকে ২৬তম মিনিটে দলকে এগিয়ে দেন স্টোন্স। ২০১৫ সালে ইতিহাদে আসার পর সিটিজেনদের জার্সিতে ১০০তম অ্যাসিস্ট করলেন ডি ব্রুইনা।  

স্টোন্স নিজের দ্বিতীয় গোল পান ৬৮তম মিনিটে। তার আগে সিটিকে দ্বিতীয় গোল এনে দেন গুন্দোগান। ৮৮তম মিনিটে প্যালেসের জালে শেষ বলটি জড়িয়ে দেন রহীম স্টার্লিং।  

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।